আমি নেই আজ আমার মাঝে আমি হারিয়েছি অচেনা বহুদূরে জানি না সুদিন কত দুরে দীর্ঘশ্বাস বুকে হাহাকার করে ভিজে যাওয়া দুটি চোখে স্বপ্ন ঝাপসা ভাসে কেউ বুঝে না কেউ খুঁজে না মন কিছুই মানে না ভাবনার বুকে অহংকারের ভার সে ও তুলে দাবীদার ভেঙ্গে গেছে বিশ্বাস নিকোটিন তাই চির চেনা অভ্যাস চাওয়া পাওয়ার শূন্যতায় মন কাঁদে বিষণ্ণতায় আলো অন্ধকারে রোদেলা দুপুরে সময়ের স্রোতে ভেসে যাওয়া চাইলে ও হয় না তাকে পাওয়া। কষ্ট বুকে নিয়ে পথ চলা চারদিকে চলছে মিছে সম্পর্কের মেলা ভালবাসার নামে দেহ ভোগের অভিনয় লজ্জা করতে ও লজ্জা হয় টাকায় বিক্রি হয় প্রেম ভালোই চলছে ধোঁকা দেওয়ার নতুন এই গেম।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Muhammad Fazlul Amin Shohag
আমি নেই আজ আমার মাঝে
আমি হারিয়েছি অচেনা বহুদূরে
জানি না সুদিন কত দুরে
দীর্ঘশ্বাস বুকে হাহাকার করে
ভিজে যাওয়া দুটি চোখে
স্বপ্ন ঝাপসা ভাসে
কেউ বুঝে না কেউ খুঁজে না
মন কিছুই মানে না
ভাবনার বুকে অহংকারের ভার
সে ও তুলে দাবীদার
ভেঙ্গে গেছে বিশ্বাস
নিকোটিন তাই চির চেনা অভ্যাস
চাওয়া পাওয়ার শূন্যতায়
মন কাঁদে বিষণ্ণতায়
আলো অন্ধকারে
রোদেলা দুপুরে
সময়ের স্রোতে ভেসে যাওয়া
চাইলে ও হয় না তাকে পাওয়া।
কষ্ট বুকে নিয়ে পথ চলা
চারদিকে চলছে মিছে সম্পর্কের মেলা
ভালবাসার নামে দেহ ভোগের অভিনয়
লজ্জা করতে ও লজ্জা হয়
টাকায় বিক্রি হয় প্রেম
ভালোই চলছে ধোঁকা দেওয়ার নতুন এই গেম।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।